শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৩

বিপদে ধৈর্য্য ধারন প্রসঙ্গে হাদীস

হযরত আনাস রাদিয়াল্লাহু তা’আলা আনহু
হতে বর্ণিত।তিনি বলেন,
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন:
তোমাদের কেউ যেন কষ্টে পতিত হওয়ার
কারণে মৃত্যুর আকাঙ্ক্ষা না করে।যদি সে একান্ত
বাধ্য-ই হয় তাহলে যেন এভাবে বলে,
“হে আল্লাহ! আমাকে ওই সময় পর্যন্ত জীবিত
রাখুন,যতক্ষণ পর্যন্ত জীবন আমার জন্য
কল্যাণকর হয়।আর আমাকে মৃত্যু দান করুন,যখন
মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়”
(বুখারী ও মুসলিম)
#রিয়াদুস সলিহীন:৫৮৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন