বুধবার, ৬ মার্চ, ২০১৩

হযরত আলী (রাঃ) এর বাণী সমুহ

১।বুদ্ধিমানেরা বিনয়ের দ্বারা সম্মান অর্জন করে,
আর বোকারা ঔদ্ধত্যের দ্বারা অপদস্ত হয়।
২।অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর
অহংকার ভালো কাজকে ধ্বংস করে।
৩।অনর্থক কামনা নিজেই একটি ধ্বংসাত্বক সঙ্গী,
আর বদ অভ্যাস সৃষ্টি করে একটি ভয়াবহ শত্রু ।
৪।বিপদে অস্থিরতা নিজেই একটি বড় বিপদ।
৫।দ্রুত ক্ষমা করে দেয়া সম্মান বয়ে আনে আর দ্রুত
প্রতিশোধ পরায়ণতা অসম্মান বয়ে আনে ।
৬।দুনিয়ার প্রতি ভালোবাসা যত বেশি হবে,
আল্লাহর প্রতি ততোটাই কম হবে ।
৭।মন্দ লোক অন্যদের
সম্পর্কে ভালো ধারণা করতে পারে না, সর্বোচ্চ
সে তাদেরকেও নিজের মত মনে করে।
৮।যৌবনের অপচয়কৃত সময়ের ক্ষতি অবশ্যই পূরন
করতে হবে, যদি তুমি সন্তোষজনক
সমাপ্তি অনুসদ্ধান করো ।
৯।নিজের মহানুভবতার কথা গোপন রাখো, আর
তোমার প্রতি অন্যের মহানুভবতার কথা প্রচার
করো।
১০।আত্মতুষ্টি নিশ্চিতভাবে নির্বুদ্ধিতার লক্ষণ।
[হযরত আলী রাধি আল্লাহু আনহু]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন