বুধবার, ১৩ মার্চ, ২০১৩

বিসমিল্লাহ ...না বলে খানা শুরু করলে সে খানায় শয়তান শরিক হয়

বিসমিল্লাহ ব্যতীত খাওয়া শুরু করলে শয়তান সেই
খাবারে শরীক হয়ঃ-
হযরত উমাইয়া বিন মুখশী (রাঃ) হতে বর্ণিত, একবার
রাসূলুল্লাহ (সাঃ)-এর
উপস্হিতিতে একব্যক্তি খানা খাচ্ছিল। খাওয়ার
শুরুতে সে “বিসমিল্লাহ্” বলেনি। শেষ পর্যন্ত
সে সবই খেয়ে ফেলল, কেবলমাত্র
একটি লোকমা (গ্রাস) বাকি ছিল। সেই শেষ
লোকমাটি মুখে তোলার সময় সে বললো,
“বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আ-খিরাহু”
অর্থ, এই খাবারে আগে ও পরে আল্লাহর নাম
নেওয়া হল।
তখন রাসূলুল্লাহ (সাঃ) হেসে ফেললেন এবং বললেন,
শয়তান ওর সাথে খাবারে শরীক ছিল, কিন্তু যখনই ও
আল্লাহর নাম নিয়েছে, সাখে সাথে শয়তান যা কিছু
তার পেটে গিয়েছিল সব বমি করে দিয়েছে।
{সূনানে আবূ দাউদ, হাদীস নং, ৩৭৬৬,
মুসনাদে আহমদ, ৫:৩২৮, ৩৯৮, মুস