বুধবার, ৬ মার্চ, ২০১৩

বাংলদেশ সম্পর্কে কিছু তথ্য

বাংলাদেশ সম্বন্ধে কিছু তথ্য।
--বাংলাদেশ--
• বিশ্বের ৭৬তম ধনী রাষ্ট্র।
•অন্যতম শক্তিশালি ১০টি মুসলিম
দেশের একটি।
•এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড়
সমুদ্র সৈকত(কক্সবাজার)
•বিশ্বের সবচেয়ে বড় লোনা পানির
বনাঞ্চল (সুন্দরবন) এখানে।
•বিশ্বের ১১তম দীর্ঘ সেতু(যমুনা সেতু)
তো এদেশেই।
•জাতিসংঘ
শান্তি রক্ষা মিশনে সবচেয়ে বেশী সৈন্য
প্রেরন করা দেশ।
•রপ্তানিকারক দেশ
হিসাবে বিশ্বে ২৭তম, গার্মেন্টস
শিল্পে প্রথম।
প্রাকৃতিক সম্পদে ভরপুর এ দেশটি ২০৫০
সালে বিশ্বের অন্যতম ১০টি ক্ষমতাধর
দেশের একটিতে পরিণত হতে যাচ্ছে।
ইনশাল্লাহ ♥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন