সোমবার, ১১ মার্চ, ২০১৩

পুরুষের পর্দা (হিজাব)

পুরুষের পর্দা
হিজাব বা পর্দা ইসলামের একটি বিধান। জ্যোতির্ময়
কুরআন প্রথম উল্লেখ করেছে পুরুষের পর্দা।
তারপরে তা নারীর জন্য।
(হে রাসূল!) মোমেন পুরুষদের বলোঃ তারা যেন
নিজেদের চোখকে বাঁচিয়ে চলে। এবং নিজেদের
লজ্জাস্থান সমূহ হেফাজত তরে। এটা তাদের
আরো পবিত্র হয়ে ওঠার জন্য অত্যন্ত কার্যকর।
(তাদের চরিত্র নির্মাণের জন্য) যা কিছুই
তারা করে অবশ্য অবশ্যই আল্লাহ সে সব কিছু
সম্পর্কেই খবর রাখবেন। (সূরা নূরঃ ৩০)
যে মুহুর্তে একটি পুরুষ একজন নারীর প্রতি দৃষ্টিপাত
করলো যদি কোনো ধরনের অশ্লিল চিন্তা মাথায়
এসে যায় এই ভয়ে সাথে সাথে তার
দৃষ্টি নামিয়ে নেবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন