রবিবার, ১০ মার্চ, ২০১৩

সুন্নতি নামের তাৎপর্য


✿সুন্নতি নামের তাৎপর্য✿
*নবী করীম (সাঃ) বলেছেন,যার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল
অতঃপর সে আমার প্রতি ভালবাসা বশতঃ আমার নামের বরকতলাভের
জন্য তার সন্তানের নাম "মুহাম্মদ" রাখবে।সে এবং তার সন্তান উভয়ই
বেহেস্তের অধিবাসী হবে।(কানযুল উম্মাল)
*রাসুল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি (নিজের) কল্যানলাভের আশায়
"মুহাম্মদ" নাম ধারন করে,কিয়ামত পর্যন্ত তার বরকত নাভ হবে।
(কানযুল উম্মাল)
*রাসুল (সাঃ) বলেছেন ,একদল লোক যদি পরামর্শ করতে বসে
আর তাদের মধ্যকার "মুহাম্মদ" নামক ব্যক্তিকে পরামর্শে শামিল না করে
তবে তাদের পরামর্শে কোন কল্যাণ হবে না।(কানযুল উম্মাল)

মুফতী মুহাম্মদ হাবীব ছামদানী'র "নবীজী (সাঃ) এর সুন্নাত" বই থেকে নেওয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন