বুধবার, ৬ মার্চ, ২০১৩

কিছু জানা অজানা তথ্য

।। কিছু জানা অজানা তথ্য ।।
► কোন দেশ শিশুদের ইংরেজি শেখানোর জন্য রোবট
শিক্ষক নিযুক্ত করেছে?
-দক্ষিণ কোরিয়া।
► যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট
থেকে ক্রয় করা হয়েছিল?
-ফ্লোরিডা।
► কোন দেশ তার প্রাইমারি স্কুলগুলোর কাগজের
বইয়ের পরিবর্তে ডিজিটাল বই চালুর
পরিকল্পনা করেছে?
-জাপান।
► ২০১২ সালে সুইজারল্যান্ডের সাময়িকী ‘গ্লোবাল
জার্নাল’ বিশ্বের সেরা এনজিও কোনটি?
– উইকিমিডিয়া ফাউন্ডেশন। (বাংলাদেশের ব্রাক
৪র্থ ও আশা ৩২তম)…।
► বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে অনশনরত কবি ও
মানবাধিকার নেত্রীর নাম কি?
– ইরম শর্মীলা (মণিপুর, ভারত)।
► ‘ফেয়ার ফ্যাক্স’ কি?
-গোয়েন্দা সংস্থার নাম।
► সংযুক্ত আরব আমিরাত স্বাধীনতা অর্জন
করে কবে?
-১৯৭১ সালে।
► লেডি উইথ দি ল্যাম্প হিসেবে কাকে অভিহিত
করা হয়?
-ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
► বিশ্বের সবচেয়ে উঁচু সেতু কোথায় অবস্থিত?
– মেক্সিকোতে।
► বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি?
– বালুয়ার্তে সেতু, এর স্প্যানের উচ্চতা ৪০৩
মিটার বা ১৩২২ ফুট।
► বিশ্বের কতটি দেশের কাছে ব্যালেস্টিক মিসাইল
সাবমেরিন (SSBN) রয়েছে ও কি কি?
– ৬টি, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য,
যুক্তরাষ্ট্র ও ভারত।
► বিশ্বের বৃহত্তম তথ্যপ্রযুক্তি উৎসবের নাম কি?
– ইন্টারন্যাশনাল কনজিউমার ইলেক্ট্রনিক্স
শো (CES)।
নতুন কিছু জানতে পারলে লাইক দিবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন