বুধবার, ৬ মার্চ, ২০১৩

জুম'আর দিনে করনীয়

যে ব্যাক্তি জুম 'আর দিন ফরজ
গোসলের মত গোসল করে প্রথম
দিকে মসজিদে হাজির হয়,
সে যেন একটি উট কুরবানী করল,
দ্বিতীয়
সময়ে যে ব্যাক্তি মসজিদে প্রবেশ
করে সে যেন একটি গরু
কুরবানী করল, তৃতীয়
সময়ে যে ব্যাক্তি মসজিদে প্রবেশ
করল সে যেন একটি ছাগল
কুরবানী করল। অতঃপর চতুর্থ
সময়ে যে ব্যাক্তি মসজিদে গেল
সে যেন
একটি মুরগী কুরবানী করল। আর
পঞ্চম
সময়ে যে ব্যাক্তি মসজিদে প্রবেশ
করল সে যেন একটি ডিম
কুরবানী করল। অতঃপর ইমাম
যখন
বেরিয়ে এসে মিম্বরে বসে গেলেন
খুৎবার জন্য, তখন
ফেরেশতারা লেখা বন্ধ
করে খুৎবা শুনতে বসে যায়।” (বুখারীঃ ৮৮১,
ইফা ৮৩৭, আধুনিক ৮৩০)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন