বুধবার, ৩ এপ্রিল, ২০১৩

খারাপ স্বপ্ন দেখলে করনীয়

খারাপ স্বপ্ন দেখলে করণীয় :
ক্বাতাদাহ (রাঃ) হ’তে বর্ণিত,
তিনি বলেন,
রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘সৎ ও
ভাল স্বপ্ন
আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। আর
মন্দ
স্বপ্ন শয়তানের পক্ষ
থেকে হয়ে থাকে।
কাজেই তোমাদের কেউ যখন ভয়ানক
মন্দ
স্বপ্ন দেখে তখন সে যেন তার বাম
দিকে (৩
বার) থুকু ফেলে এবং শয়তানের
ক্ষতি হ’তে আল্লাহর নিকট আশ্রয় চায়।
তাহ’লে এমন স্বপ্ন তার কোন
ক্ষতি করতে পারবে না’।
(বুখারী ‘সৃষ্টির সূচনা’ অধ্যায় ‘ইবলীস
ও তার
বাহিনী’ অনুচ্ছেদ হা/৩২৯২)
রাতে ঘরের
বাতি নিভিয়ে খাবার পাত্র
ঢেকে রাখা :
রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘(রাতে)
তোমাদের ঘরের
বাতি নিভিয়ে দাও
এবং আল্লাহ্র নাম স্মরণ কর। তোমার
পানি রাখার পাত্রের মুখ
ঢেকে রাখ
এবং আল্লাহ্র নাম স্মরণ কর।
তোমরা বাসন-
কোসন ঢেকে রাখ এবং আল্লাহ্র নাম
স্মরণ
কর। সামান্য কিছু হ’লেও তার ওপর
দিয়ে দাও’।
(বুখারী হা/৩২৮০, মুসলিম হা/২০১২;
আহমাদ
হা/১৪৮৩৫)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন