বুধবার, ১৭ এপ্রিল, ২০১৩

এক মুসলমান অপর মুসলমানকে ভালবাসা সম্পর্কিত হাদীস

বলেছেন, ‘আল্লাহর
বান্দাদের মধ্যে এমন কতিপয় লোক আছে,
যারা নবীও নন
এবং শহীদও নন। কিন্তু ক্বিয়ামতের দিন
আল্লাহ তা‘আলার
কাছে তাদের মর্যাদা দেখে নবী-শহীদগণও
ঈর্ষা করবেন।
ছাহাবীগণ আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ!
আমাদেরকে বলুন
তারা কারা? তিনি বললেন, তারা এমন এক
সম্প্রদায় যারা শুধু আল্লাহর রূহ
(কুরআনের সম্পর্ক)
দ্বারা পরস্পরকে ভালবাসে। অথচ তাদের
মধ্যে কোন প্রকার আত্মীয়তা নেই
এবং তাদের পরস্পরে মাল-
সম্পদের লেনদেনও নেই। আল্লাহর কসম!
তাদের
চেহারা হবে জ্যোতির্ময় এবং তারা উপবিষ্ট
হবেন নূরের
উপর। তারা ভীত-সন্ত্রস্ত হবে না, যখন সমস্ত
মানুষ ভীত থাকবে। তারা দুশ্চিন্তাগ্রস্ত
হবে না, যখন সকল মানুষ
দুশ্চিন্তায় নিমগ্ন থাকবে। অতঃপর
তিনি কুরআনের এই আয়াত পড়েন,
‘জেনে রাখ! নিশ্চয়ই
আল্লাহর বন্ধুদের কোন ভয় নেই
এবং তারা দুশ্চিন্তাগ্রস্তও
হবে না’।
( তাহক্বীক্ব আবুদাঊদ হা/৩৫২৭, মিশকাত,
হা/৫০১২, ছহীহ
লি-গায়রিহি )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন