বুধবার, ১৭ এপ্রিল, ২০১৩

পেশাবের নাপাকি থেকে অসতর্কতা এবং চোগলখুরি করার শাস্তি সম্পর্কিত হাদীস

ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত,
তিনি বলেন : নবী (স :)
একবার মদীনা বা মক্কার কোন এক বাগানের
কাছ
দিয়ে যাচ্ছিলেন। তিনি এমন দুব্যাক্তির
আওয়াজ
শুনতে পেলেন, যাদের কবরে আযাব হচ্ছিল।
তখন নবী (স :)
বললেন :এদের দুজনকে আযাব দেয়া হচ্ছে,
অথচ কোন বড়
গুনাহের জন্য এদের আযাব দেয়া হচ্ছে না।
তারপর তিনি বললেন : হ্যাঁ, এদের একজন তার
পেশাবের
নাপাকি থেকে সতর্কতা অবলম্বন করতো না।
আর একজন
চোগলখুরী করত।
তারপর তিনি একটি খেজুরের ডাল আনালেন
এবং তা ভেঙ্গে দু’খন্ড করে প্রত্যেকের
কবরের উপর একখন্ড
রাখলেন। তাঁকে জিজ্ঞাসা করা হল,
ইয়া রাসূলুল্লাহ! এরুপ কেন করলেন?
তিনি বললেন : হয়ত তাদের আযাব
কিছুটা লাঘব
করা হবে, যতদিন পর্যন্ত এ দুটি না শুকায়।
---(বুখারী শরীফ হাদিস নং: ২১৬)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন