বুধবার, ১৭ এপ্রিল, ২০১৩

সদকায়ে জারিয়া (মৃত্যুর পরও যে আমলের সুফল পাওয়া যায়)

হযরত আবু হুরায়রা (রাঃ)
থেকে বর্ণিত।
রাসূল
(সাঃ) ইরশাদ করেছেন, "মানুষ যখন
মারা যায়, তখন
তার সকল আমলের পথ বন্ধ হয়ে যায়।
তিনটি পথ ছাড়া। একটি হল
সদকায়ে জারিয়া,
দ্বিতীয় হল ঐ দ্বীনী কাজ যার
দ্বারা মানুষ
উপকৃত হয়,
তৃতীয় হল নেক সন্তান যে তার জন্য দুআ
করে।" সুনানে আবু
দাউদ, হাদীস নং-২৮৮২,
সুনানে নাসায়ী, হাদীস নং-৬৪৭৮,
সুনানে তিরমিযী, হাদীস নং-১৩৭৬,
সুনানে বায়হাকী, হাদীস নং-১২৪১৫,
সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৩০১৬,
সহীহ ইবনে খুজাইমা, হাদীস নং-২৪৯৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন